মহিলা এবং স্যানিটেশন
কন্যা কি জানে কেন তার এই ঋতুচক্র? আধুনিক মনস্ক মায়েরা ছাড়া অর্ধশিক্ষিত ও যৌন অশিক্ষা প্রাপ্ত মা ও বয়স্ক নারীরা তাকে বোঝায় ঋতুচক্র নারী হয়ে জন্মাবার এক দুঃসহ অভিশাপ। প্রতি মাসে সে যখন আসবে তখন তার জীবনের এই চারটি ‘কালো দিনে’ সে অশুচি হয়ে থাকবে। কোনো শুভকাজে তার যোগদান নিষিদ্ধ। এমনকি পূজার ফুলও সে তুলতে পারবে না। ঋতুস্রাব এমনই একটা ‘অশ্লীল’ ব্যাপার যে কোনো পুরুষকে বলা যাবে না। ঋতুমতী নারী অনেক সংস্কৃতিতেই কলঙ্কিত, নোংরা, অপবিত্র এবং দূষিত হিসাবে বিবেচিত হয়।
by গোলাপসা খাতুন | 22 June, 2023 | 510 | Tags : women sanitation social perspective patriarchy